Spread the love

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পেশির চোটের কারণে ম্যাচটির শুরুর একাদশে লিওনেল মেসিকে পাবে না আলবিসেলেস্তেরা। বার্সেলোনার সাবেক তারকার জায়গায় শুরুর একাদশে দেখা যাবে পাওলো দিবালাকে। এমনটাই জানিয়েছে বেশ কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যম।

চোটের কারণে আর্জেন্টিনার হয়ে অনুশীলনে একা সময় পার করেছেন মেসি। প্রথমে উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে তার জায়গায় ভাবা হয়েছিল নিকো গঞ্জালেসকে। তবে ২৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়ার সাথে আক্রমণভাগে থাকবেন দিবালা।

চোটের কারণে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির হয়ে সবশেষ দুই ম্যাচ খেলতে পারেননি মেসি। উরুগুয়ের বিপক্ষে শুরুতে না থাকলেও ধারণা করা হচ্ছে, আগামী ১৭ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে পুরো ম্যাচেই ছয়বারের ব্যালন ডি অর জয়ীকে পাবে সবশেষ কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।

messi and dybala

মেসি ও দিবালা

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেস (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), জুয়ান মুসো (আটালান্টা)ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (উদিনেস), লুকাস মার্টিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), জার্মান পেজ্জেলা (রিয়াল বেটিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম হটস্পার), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস ট্যাগলিয়াফিকো (আয়াক্স), গ্যাস্টন আভিলা (রোজারিও সেন্ট্রাল)

paulo dybala argentina 1

মিডফিল্ডার: মার্কোস আকুনা (সেভিয়া), লিয়ান্দ্রো প্যারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেটিস), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহাম হটস্পার), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), থিয়াগো আলমাদা (ভেলেস), ক্রিশ্চিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সোলে (জুভেন্টাস)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), জোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আঞ্জেল কোররেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এসেকিয়েল সেবাইয়োস (বোকা জুনিয়র্স), ফেডেরিকো গোমেজ (রিভার প্লেট)।

About Author

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *